পরিবেশের আলোর সাথে মিল রেখে নিজেই স্ক্রিন ব্রাইটনেস পাল্টাবে পিসি!


মনিটরের সামনে বেশিক্ষন থাকলে অনেকের ক্ষেত্রে আশপাশে তাকালে সমস্যা হয়। অনেক সময় ঝাপসা দেখা যায়। তাই যদি এমন হয় আশপাশের আলোর উজ্জলতার সাথে সাথে মেল রেখে মনিটরের ব্রাইটনেস কমবে বা বাড়বে !





 তাহলে এই সমস্যা থেকে কিছুটা সমাধান পাওয়া যাবে।খুব সম্ভবত ম্যাক পিসিতে এই সুবিধাটা আছে।  তাই এখানে এরকমই একটি সফটওয়্যার দিচ্ছি Flux যা মাত্র ৫৪৬ কিলো বাইট মেমোরির।মানচিত্রে (Map) দেশ নির্বাচন করে দিলে সেই দেশের সময়ের সাথে মিল রেখে আলোক উজ্জ্বলতা পাল্টাবে। 




 কিন্তু যদি ঘটনা এমন হয় কারো বাসায় দিনের বেলায়ও লাইট না জ্বালালে আলো  (সুর্য মামার) থাকেনা  তাদের সমস্যা হবে। প্রথমে এটা সামান্য অস্বস্তিকর লাগতে পারে পরে ঠিক হয়ে যাবে। এটা থাকলে মনিটর স্ক্রীণ থেকে আশপাশে তাকালে সমস্যা হবে না আশা করি। সবাই ভালো থাকুন।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হুমায়ূন আহমেদের ১৩০+ টি বই ডিরেক্ট ডাউনলোড মিডিয়াফায়ার থেকে

ভূত এফ এম, ১ বছর আগের ৯ টি পর্ব

জাফর ইকবাল স্যারের ৩৩ টা বই ডাউনলোড