গানের লিরিক্স এখন ভাসবে চোখের সামনে কোন ঝামেলা ছাড়াই

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। 


আমরা গান (ইংলিশ) শুনতে গেলে অনেক সময় লিরিক্স ঠিক বোধগম্য হয় না।আর গান টা যদি সুর বা মিউজিক কম্পোজিশন এর জন্য ভালো লেগে যায় তখন লিরিক্সের জন্য আবার বিভিন্ন সাইটে দৌড়াতে হয়। এখন আর এর প্রয়োজন নাই। কারণ এখন আমি যে সফটওয়্যারটি
Minylyrics শেয়ার করছি এটা একাধিক সাইট থেকে গানের লিরিক্স এনে গানের সাথে গতি ঠিক রেখে দেখাবে।লিরিক্স এর রঙ এবং এফেক্ট ইচ্ছামত পাল্টে  নেয়া যাবে। এছাড়া চাইলে এর সেভড ফোল্ডার থেকে লিরিক্সটি আপনার ফোনেও ব্যাবহার করতে পারবেন।সিরিয়াল কী দেয়া আছে। কাজেই দেরী না করে ডাউনলোড করে নিন।
আমার ডেস্কটপে একটা গানের লিরিক্স ভিউ দেখেন :)


বড় দেখতে চাইলে ছবির উপর ক্লিক করুন।




বিঃ দ্রঃ লিরিক্স দেখতে হলে অবশ্যই নেট চালু থাকতে হবে এবং বিখ্যাত ইংরেজী জ্ঞান গুলোই প্রধাণত শোনার সময় লিরিক্স দেখা যাবে।
ডাউনলোড

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Humayun Ahmed বই ডাউনলোড করুন—হিমু, মিসির আলী এবং অন্যান্য জনপ্রিয় চরিত্রের সব উপন্যাস ও গল্প। সবগুলো বাংলা PDF বই ফ্রি

জাফর ইকবাল স্যারের ৩৩ টা বই ডাউনলোড

উইন্ডোজ (এক্সপি/ ভিস্তা/ ৭/৮/১০) এর ইউটিলিটি ক্লোভার