চলার পথে চালককে সাবধান করে দিন

প্রায়ই বাসে চালক ধীরে দেখে শুনে চালালে আমরা অস্থির হয়ে যাই। অই ব্যাটা সিগনাল পইরা যাইব তো! তাড়াতাড়ি টাইনা যাও! এই ধরণের অতি উৎসাহও আসে পেছনের যাত্রীদের কন্ঠে। চালক তাতে উতসাহ পেলে মাত্র কয়েক সেকেন্ডই যথেষ্ট ভয়ানক কিছু ঘটার জন্য। নীচের ভিডিও ক্লিপটা দেখলেই এটা কতটা আতংকের তা বোঝা যায়।

<iframe width="640" height="480" src="http://www.youtube.com/embed/77VB4H038Mk" frameborder="0" allowfullscreen></iframe>

তাই চলার পথে চালককে সাবধান করে দিন যদি সে অন্য যানের সাথে প্রতিযোগিতা করে বা পেছনে কথা বলতে বলতে গাড়ী চালাতে থাকে।






লেখাটি ভালো লেগে থাকলে শেয়ার করুন। পোস্ট করেছেন মাহমুদুল হাসান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হুমায়ূন আহমেদের ১৩০+ টি বই ডিরেক্ট ডাউনলোড মিডিয়াফায়ার থেকে

ভূত এফ এম, ১ বছর আগের ৯ টি পর্ব