ওডেস্ক এ স্ফ্রীল্যান্সিং

The On Demand Global Workforce - oDesk
ওডেস্ক হল একটি ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস যেখানে প্রতিদিনই প্রচুর কাজ পোস্ট করা হয় যা দুটি ভিন্ন ভাবে করা যায়।





  1. নির্ধারিত মূল্য
  2. ঘন্টা হিসেবে
১) নির্ধারিত মূল্যঃ
                       এখানে কোন কর্মী নুন্যতম টাকা ($) বিড করে কাজটা পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যেশেষ করার পর তা ক্লায়েন্টের পছন্দ হলে তার মূল্য পাবেন।এখানে এই কথাটি বলে নেয়া উচিৎ ক্লায়েন্টের পছন্দ হবার পর সে টাকা না দিলেও কিছু করার থাকে না।এজন্য কাজ শুরুর আগে ক্লায়েন্টের র‍্যাংকিং এবং তার সম্পর্কে আগে তার নানা কাজ করা কর্মীদের মন্তব্য দেখে নেয়া।

২) ঘন্টা হিসেবেঃ
                         এখানে ক্লায়েন্ট কাজ শুরুর আগেই টাকা জমা দিতে বাধ্য থাকে কাজেই টাকা না পাবার কোন আশংকা নাই।কোন কাজে যৌক্তিক রেট দিয়ে বিড করার পর ক্লায়েন্ট চাইলে তাকে (কর্মীকে) কাজটি দিতে পারেন।আর ঘন্টা হিসেবে কাজের ক্ষেত্রে নামের একটি সফটোয়্যার চালু রাখতে হয়। এটা প্রতি ঘন্টায় ১০ মিনিট পরপর কর্মীর ডেস্কটপের স্ক্রীনশর্ট ওডেস্ক সার্ভারে পাঠিয়ে দেয় যাতে বোঝা যায় কর্মী কাজ করছিলো নাকি ফোরামে আড্ডা মারছিলো !
সফটোয়্যার ডাউনলোড লিঙ্ক নীচে দিলাম।







রেজিস্ট্রেশন করতে নীচের ছবিতে ক্লিক করে ওডেস্ক হোম পেজে চলে যাবেন
The On Demand Global Workforce - oDesk


সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে (অবশ্যই সত্য) রেজিস্ট্রেশন করুন।আপনার ই-মেইলে একটা কনফার্মেশন লিঙ্ক চলে আসবে ওইটা ক্লিক করে অ্যাকাউন্ট কনফার্ম করুন। আর পাসওয়্যার্ড সাবধানে সংরক্ষন করুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Humayun Ahmed বই ডাউনলোড করুন—হিমু, মিসির আলী এবং অন্যান্য জনপ্রিয় চরিত্রের সব উপন্যাস ও গল্প। সবগুলো বাংলা PDF বই ফ্রি

জাফর ইকবাল স্যারের ৩৩ টা বই ডাউনলোড

উইন্ডোজ (এক্সপি/ ভিস্তা/ ৭/৮/১০) এর ইউটিলিটি ক্লোভার